নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামাদলের মিলাদ মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:২৭, ১২ জানুয়ারি ২০২২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামাদলের মিলাদ মাহফিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ওলামাদল আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

 

জেলা ওলামাদলের যাত্রামুড়াস্থ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সামছুর রহমান খান বেনু। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা অ্যাডভোকেট সামসুজ্জামান খোকন, হাফিজুর রহমান পিন্টু, জেলা ওলামাদল নেতা কামাল খান, মাওলানা মজিবুল্লাহ, শাহ আলম প্রমুখ। 


সভায় সামছুর রহমান খান বেনু বলেন, মুক্তি না দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি সরকার অবিচার করছে। খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকে নিতে হবে। এ সময় তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার একজন নীতিবান নেতা।

 

১৯৭০ সাল থেকে রাজনীতি শুরু। তখন পুরান ঢাকার শোয়ারীঘাট এলাকায় পাঞ্জাব, বিহারী এবং বাঙ্গালী নেতাকর্মীদের উঠা-বসা। কলেজ বন্ধের দিন লালবাগের কেল্লা এবং পাকিস্তান মাঠ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কলেজের ভিপি ছিলেন বাংলাবাজারের হেলালউদ্দিন।

 

তখন তার নির্দেশে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রেডকোর্স ময়দানে উপস্থিত হয়ে দাঙ্গা হাঙ্গামায় জড়াতাম। তখন হাত-পা ভাঙ্গার কোনো রাজনীতি হয়নি। কোনো মামলাও হতো না। বহু নেতার সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে। কিন্তু অ্যাড. তৈমূর আলম খন্দকারের মতো নীতিবান নেতা চোখে পড়েনি। গত বুধবার নাসিক নির্বাচনী এলাকায় গণসংযোগকালে বেনু খান এসব কথা বলেন।

 

তৈমূর আলম ১/১১ এ কারাগারে থাকাবস্থায় দলের নেতাকর্মীদের খবর নিতেন। এলাকার খবর রাখতেন। কোথায় কখন দলের কর্মসূচি পালন করতে হবে তারও নির্দেশনা দিতেন। সেই নেতা নাসিক নির্বাচনে হাতি প্রতিক নিয়ে নির্বাচন করছেন। ওই নির্বাচনে জনগণ তৈমূরকে অবশ্যই বিজয়ী করবে।

 

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়। 
 

সম্পর্কিত বিষয়: