নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

তারেক রহমান গাছ লাগাতে আহবান জানিয়েছেন : এড. শাখাওয়াত  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:১৫, ১৯ জুন ২০২১

তারেক রহমান গাছ লাগাতে আহবান জানিয়েছেন : এড. শাখাওয়াত  

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা আইনজীবী সমিমিতর সাবেক সভাপতি এডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ব্যাপকভাবে গাছ লাগানো কর্মসূচি শুরু করেছিলেন।

 

গাছ লাগান পরিবেশ বাঁচান। পরিবেশ না বাঁচলে তো আমরাও ভালভাবে বাঁচতে পারবোনা। মানুষ প্রকৃতির সন্তান। প্রকৃতিকে ভালোবাসা আমাদের দায়িত্ব। দেশবাসির এবং দলের নেতা কর্মীদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাছ লাগাতে আহবান জানিয়ে যে নির্দেশনা দিয়েছেন তা পালন করুন।

 

শুক্রবার (১৮ জুন) বেলা ১১টায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে দৈনিক দিনকাল এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দশনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন কালে একথা বলেন।

 

বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল সিনিয়র ষ্টাফ রিপোর্টার এম আর কামালের তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ। দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আবু আল-আমিন খান মিঠু, স্থানীয় সাংবাদিক মাসুদ রানা রনি, মাজহারুল ইসলাম রোকন, মামুনুর রহমান মামুন, ফটো সাংবাদিক মেহেদি হাসান সজিব প্রমুখ। পরে ফলজ ও বনজ গাছ রোপন করা হয়।

 

এ সময় এডভোকেট শাখাওয়াত হোসেন খান আরো বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকে সারাদেশে অবাধ ও নির্বিচারে বৃক্ষ নিধন চলছে। এর ফলে নানাধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। গাছ মানুষের পরম বন্ধু। 


মানুষ ও অন্যান্য প্রাণী গাছের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম। পরিবেশ বিপর্যয়ের জন্য মানুষ মারা যাচ্ছে। তাই বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে। 


এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন, পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করতে এবং বন্যা প্রতিরোধে বৃক্ষের ভূমিকা অনেক। বনাঞ্চল না থাকলে পৃথিবী হয়ে ওঠত মরুভূমি এবং মানুষের অস্তিত্ব হতো বিপন্ন।

 

 পরিবেশ বিপর্যয়ের জন্য প্রতিদিন বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। বড় বড় গাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষ নিধন নয়, বৃক্ষরোপনই আমাদের লক্ষ্য হওয়া উচিত। 

তাই আসুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর গাছ লাগানোর আহবানে সাড়া দিয়ে গাছ লাগাই, গাছের পরিচর্যা করি এবং পরিবেশ রক্ষায় সচেষ্ট হই।
 

সম্পর্কিত বিষয়: