নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

মেয়র পদে কে কত ভোট পেলেন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৩:৪৪, ১৮ জানুয়ারি ২০২২

মেয়র পদে কে কত ভোট পেলেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন রোববার সম্পন্ন হয়েছে। নির্বাচনের তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ছিলেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। 
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মেয়র পদে সাত জন প্রার্থীর মধ্যে খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ১০ হাজার ৭২৪ ভোট, স্বতন্ত্র থেকে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি) পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাছুম বিল্লাহ (হাতপাখা) পেয়েছেন ২৩ হাজার ৯৮৭ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) পেয়েছেন এক হাজার ৩০৯ ভোট।

এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি) পেয়েছেন এক হাজার ৯২৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন এক হাজার ৩০৫ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী (নৌকা) পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট।