নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। শনিবার (৩ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইয়াসিন মিয়ার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাকে এ বিক্ষোভ মিছিল করে শতাধিক নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা মহাসড়ক প্রদিক্ষন করে এবং বিভিন্ন শ্লোগান দিয়ে রাজপখ মুখরিত করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- শামীম ওসমান সমর্থক গোষ্ঠীর সভাপতি আবু বকর সিদ্দিক আবুল, আওয়ামী লীগ নেতা ফজলুল হক, আমিনুদ্দিন, রহমত উল্লাহ, যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত রাসেল, নাসির ২ নাম্বার ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি কামরুল ইসলামসহ মনির হোসেন, রোকন, বাসের, আসলাম, সাইদুল, বিল্লাল, রাসেল, আলামিন, ইমন, হৃদয় সহ মহিলা নেত্রী চম্পা ভূঁইয়া, ফাতেমা ও রাশিদা সহ কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।