নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ জুলাই ২০২৫

জ্বালানি মন্ত্রণালয়ের ৪ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল তেল জব্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৬, ৮ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল তেল জব্দ

জ্বালানি মন্ত্রণালয়ের ৪ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ৪টি দোকান থেকে ১ হাজার ৮০ লিটার ডিজেল ও ৫০ লিটার অকটেন জব্দ করা হয়। সেই সাথে অবৈধভাবে তেল বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৬নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকায় যৌথ বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির জানান, জ্বালানি মন্ত্রণালয়ের ৪ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে আমরা ৩ ম্যাজিস্ট্রেট যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছি। 

অবৈধভাবে তেল বিক্রির অপরাধে ৪টি দোকান থেকে ডিজেল ও অকটেন জব্দের পাশাপাশি দুইজনকে জরিমানা করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

এসময় অভিযানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, র‌্যাব-১১, বিজিবি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।