নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে ভাঙারি দোকান থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১২, ১৯ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে ভাঙারি দোকান থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ভাঙারি দোকান থেকে মো. শেখ আলম (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শেখ আলম ঢাকার দোহারের শেখ লেহাজউদ্দিনের ছেলে।  

শনিবার (১৯ জুলাই) দুপুরে নাসিক ৮নম্বর ওয়ার্ডের গোদনাইল চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভাঙারি দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 


বিষয়টি নিশ্চিত করেন মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, মরদেহটিতে পচন ধরেছে। সম্ভবত ৩-৪ দিন আগে মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।