
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দায়েরকৃত হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রুহুল আমিন (৪৫), মামলা নম্বর- ২৭(৮) ২৪, স্বপন (৪০) মামলা নম্বর- ৩ (১) ২৫। গ্রেপ্তারকৃত রুহুল আমিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক একাধিক হত্যা মামলার আসামি মতিউর রহমান মতির ভাগিনা। তিনি গোদনাইল এলাকার মৃত একেএম আতাউর রহমানের পুত্র। স্বপন আদমজী শিমুলপাড়া বিহারী ক্যাম্প সংলগ্ন বালুর মাঠ এলাকার মৃত মুকবুলের ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, পুলিশ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি আলাদা মামলার আসামি রুহুল আমিন ও স্বপনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মামলার পলাতক আসামি ছিলেন এবং আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে।
স্থানীয়দের মাঝে গ্রেপ্তারকে ঘিরে স্বস্তি বিরাজ করছে। তারা বলছেন, এই ধরণের অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং ভবিষ্যতে কেউ এ ধরণের ঘটনার সাহস করবে না।