নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ নভেম্বর ২০২৫

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট, বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৫, ১২ নভেম্বর ২০২৫

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট, বৃদ্ধার মৃত্যু

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ব্যাটারি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কমলা (৪৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

তবে এ দুর্ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করেন। দুর্ঘটনার পর অটোরিকশা চালক ও ট্রাক চলক পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও বৃদ্ধার পরিবার সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে কাঁচপুর পর্যন্ত এসব অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে।

আজও শিমরাইল থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশাযোগে নিহত বৃদ্ধা, তার মেয়ে ও দুই নাতনিকে নিয়ে কাঁচপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে পৌঁছালে হঠাৎ কাঁচপুর থেকে শিমরাইলের উদ্দেশ্যে আসা আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 

দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে বৃদ্ধা তার অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। পরে ঢাকা মুখি একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, এসব অটোরিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করছি।

তারপরও তারা জীবনের ঝুঁকি  নিয়ে সমহাসড়কে চলাচল করে। দুর্ঘটনায় ট্রাকটি আটক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বলেও জানান তিনি।