নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪

সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় আগুন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:১৬, ১৬ জুন ২০২১

সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় আগুন

সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় অবৈধভাবে গড়ে উঠা মশার কয়েল তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুন) ভোর সোয়া ৫টায় কয়েল শুকানোর চ্যাম্বার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানয়ী সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে সানারপাড় এলাকায় মোঃ জাকির হোসেন মালিকানাধীন ঐ কয়েল তৈরির কারখানাটি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এ কারখানাটি অপরিকল্পিতভাবে অবৈধ চোরাই গ্যাস সংযোগ দিয়ে চালানো হচ্ছিলো। 

সরকারি অনুমোদনহীন জনস্বাস্থ্যের ক্ষতিকারক কয়েল কারখানার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা গ্রহন না করায় কারাখানা মালিকরা বেপরোয়া হয়ে উঠছে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এমন অসংখ্য অবৈধ কয়েল কারখানা রয়েছে। এসব কারখানায় প্রতিনিয়তই ঘটছে অগ্নিকান্ডের ঘটনা।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা মুঠোফোনে জানান, ভোর ৫টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ওই কারখানায় গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের আগুনে কয়েল শুকানোর চেম্বার থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পর্কিত বিষয়: