নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

সিদ্ধিরগঞ্জে প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় হুমকি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৬:২৯, ১৬ জুন ২০২১

সিদ্ধিরগঞ্জে প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় হুমকি

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টকর্মীকে অজ্ঞান করে অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করায় অভিযোগকারীকে প্রতিনিয়ত মোবাইল ফোনে হুমকী প্রদান করছে প্রতারক মোঃ খবির (৩০)। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। থানায় অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত খবির পলাতক রয়েছে।


ভূক্তভোগী মিনারার অভিযোগ, আদমজী ইপিজেডের সিম্বা-৩ গার্মেন্টে লাইন সুপারভাইজারের লাইনে অপারেটর হিসেবে কাজ করার সুবাদে গত চার মাস পূর্বে খবিরের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক হয়। সেই সুবাদে আমার বাসায় নিয়মিত আসা যাওয়া করতো এবং তিন বেলা খাবার খেত। 


সুযোগ বুঝে আমাকে ও আমার সন্তানকে নেশা জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করে খবির ওয়ার ড্রপ ভেঙে জমি ক্রয়ের পাঁচ লাখ টাকা ও আলমারী ভেঙে দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এরপর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সে আমাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত।


মিনারা আরো জানায়, আমার বাসায় খবির তিন বেলা খাবার খাওয়ার জন্য চুক্তি করে। কিন্তু সে তিন মাস খাবার খেয়ে কোন বিল পরিশোধ করেনি। 


এছাড়া আমার সরলতার সুযোগ নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে আমার গলার স্বর্ণের চেইন নিয়ে আর ফেরত দেয়নি। এর পূর্বে খবির নিজের মায়ের অসুস্থ্যতার কথা বলে দশ হাজার টাকা ধার নিয়ে সে টাকাও ফেরত দেয়নি। খবির মিষ্টিভাষী একজন প্রতারক। প্রতারণার উদ্দেশ্য নিয়েই আমার সাথে বন্ধুত্ব করে।