নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের কর্মী সভায় ছাত্রলীগের হাতাহাতি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২১

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের কর্মী সভায় ছাত্রলীগের হাতাহাতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের কর্মী সমাবেশ চলাকালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ সেপ্টেম্বর)  বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের বাসভবনের সামনে মহানগর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ইলিয়াস ইসলাম লিয়নের সমর্থকদের দুই গ্রুপের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। 


হাতাহাতির সময় ওই বাসভবনের ভিতরে নাসিক ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ চলছিলো। 


প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের নেতা ইলিয়াস ইসলাম লিয়নের সমর্থকেরা কর্মী সমাবেশ চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুইটি গ্রুপে ভাগ হয়ে তানভীর, ইয়াছিন, সাইদুল ও ফাহিমসহ আরো কয়েকজনের তর্ক-বিতর্ক শুরু হয়। 


এরপর তর্ক-বিতর্ক রূপ নেয় ধাক্কাধাক্কিতে। কর্মী সমাবেশের এমন হট্টগোল পরিস্থিতি দেখে সিনিয়র কর্মীরা দুই গ্রুপকে বাহিরে রাস্তায় (টিসি রোড) নিয়ে আসে থামানোর জন্য। 


কিন্তু দুই গ্রুপকে বুঝানোর জন্য রাস্তায় আনলে হট্টগোল আরো বেরে হাতাহাতিতে গিয়ে ঠেকে। এতে টিসি রোডে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। 


এ সকল অভিযোগ ভিত্তিহীন দাবী করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইলিয়াস ইসলাম লিওন বলেন, আমাদের কর্মীরা সকলে সকলের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল। তারা কখনোই এমন কাজ করবে না। তবে হাতাহাতির ঘটনা আমিও শুনেছি, বিস্তারিত জানি না। 


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।