নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে একষট্টি বছরের বৃদ্ধ গ্রেপ্তার, মূল হোতারা অধরা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২১

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে একষট্টি বছরের বৃদ্ধ গ্রেপ্তার, মূল হোতারা অধরা

চাঁদাবাজির অভিযোগে মো. আলাউদ্দিন হাওলাদার নামে একষট্টি বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির ১৭৬০ টাকা জব্দ করে র‌্যাব। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাতে ভাসমান দোকানে চাঁদাবাজি করার সময় র‌্যাব-১১’র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ওই টাকাসহ তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃতদের পরিবার ও স্বজনদের দাবি আলাউদ্দিন হাওলাদার কোনো চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত নয়। সে কামরুল নামে স্থানীয় এক ব্যক্তির জায়গায় দোকান ভাড়া নিয়ে কবিরাজি চিকিৎসা করে আসছে। এবং জায়গার মালিক কামরুলের নির্দেশে ওই জায়গার অন্য ভাড়াটিয়াদের ভাড়া আদায় করে প্রতিদিন তার বাসায় দিয়ে আসত। 


গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করে, গ্রেপ্তারকৃত আসামী মো. আলাউদ্দিন হাওলাদার চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তিনি সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাতে ভাসমান দোকান মালিকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক দোকানপ্রতি ১০০/১৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। একাধিক দোকান মালিকের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। 


সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো উল্লেখ করে, গ্রেপ্তারকৃত মো. আলাউদ্দিন হাওলাদার কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 


এদিকে স্থানীয়রা জানান, মো. আলাউদ্দিন হাওলাদার কবিরাজকে চাঁদাবাজির অভিযোগ দিয়ে গ্রেপ্তার করলেও মূল হোতা কামরুল, সালাউদ্দিন, কামাল, বাবুল, গুলজার ওরফে ভান্ডারি,  বাবু, রাসেল অধরা।  তাদের দাবি প্রকৃত চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা দেয়ার নামে অভিশাপ থেকে রক্ষা করা হউক।