নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

সিদ্ধিরগঞ্জে বিডি ক্লিনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০১:০০, ১৮ সেপ্টেম্বর ২০২১

সিদ্ধিরগঞ্জে বিডি ক্লিনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন

“গাড়ি আমার বাড়ি আমার রাখছি পরিষ্কার, নোংরা করছি দেশের মাঠি দেশটা তবে কার, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে বুকে ধারণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বিডি ক্লিনের নারায়ণগঞ্জ টিমের সদস্যরা।

 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে বিডি ক্লিন নারায়ণগঞ্জ'র প্রধান সমন্বয়ক এস এম বিজয়ের নেতৃত্বে এ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এসময় রক্তিম ব্লাড ডোনার্স, সিদ্ধিরগঞ্জ মানবকল্যাণ সংস্থা, শ্লোগান, সাহায্যের হাত, মানবকল্যাণে রক্তদান, হীরাঝিল একতা সংঘসহ আরও কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যগণ এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এর আগে পাইনাদী এলাকার শাপলা চত্বরে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক বিডি ক্লিনের শপথ বাক্য পাঠ করান।

 

এসময় এলাকার গণ্যমান্য মুরব্বিগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিডি ক্লিন নারায়ণগঞ্জ'র প্রধান সমন্বয়ক এস এম বিজয় জানান, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি তাহলে আমাদের বিশ্বাস আমরা পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পারবো। আসুন আমরা এগিয়ে আসি এই দেশটা আমার, নারায়ণগঞ্জটা আমার। প্রিয় শহর নারায়ণগঞ্জ এর পরিচ্ছন্নতা দৃশ্যের পাশাপাশি পুরো জেলাকে পরিচ্ছন্ন ও সচেতন নারায়ণগঞ্জ তৈরির লক্ষ্যে, কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ টিম। পরিচ্ছন্নতার বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জে ইতিমধ্যে উপজেলা ভিত্তিক কার্যক্রম শুরু করেছি। এছাড়া তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করার পাশাপাশি জনসাধারণকে এ বিষয়ে সচেতন করে।

এসময় উক্ত পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন আইটি উপ সমন্বয়ক অপু দাস, লজিস্টিক উপ সমন্বয়ক জামাল হোসেন হৃদয়, আড়াইহাজার উপজেলার উপ সমন্বয়ক সাইফুল ইসলাম, রাব্বি, আকাশ, সবুজসহ আরও অনেকে।

সম্পর্কিত বিষয়: