সোনারগাঁয়ে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল হাবিবপুর ঈদগাহ্ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে মোগরাপাড়া চৌরাস্তা থানা রোডসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁন।
সভাপতির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন খাঁন বলেন,“খতমে নবুওয়ত আমাদের ঈমানের মূল ভিত্তি। রাসুলুল্লাহ (সা.)-এর পর আর কোনো নবী আসবে না এটাই মুসলমানদের আকিদা।
কাদিয়ানিরা এই মৌলিক বিশ্বাস অস্বীকার করে ইসলামকে বিকৃত করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারকে অনতিবিলম্বে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন,“আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা-সম্মেলন সফল করতে সোনারগাঁবাসীকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানাই।”
সমাবেশে বক্তারা কাদিয়ানিদের বিরুদ্ধে সামাজিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সোনারগাঁ শাখা।


































