সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর থেকে যুবলীগ সদস্য ১৯ মামলার আসামী টাইগার মোমেন (৪০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে ওই এলাকার হাজী আমির আলীর ছেলে।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোমেন ওরফে টাইগার মোমেন ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁও থানা এলাকায় মোহাম্মদ আশিক মিয়া (২০) হত্যা মামলার এজাহারভুক্ত ৬৫ নাম্বার আসামি।
পুলিশ আরও জানায়, টাইগার মোমেনের বিরুদ্ধে অস্ত্র আইন, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাস বিরোধী আইনে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় রুজুকৃত ১৯ এর অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


































