নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

সোনারগাঁয় মোশাররফের চাচা খোরশেদ গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০২:১০, ২৪ মে ২০২১

সোনারগাঁয় মোশাররফের চাচা খোরশেদ গ্রেফতার

সোনারগাঁয়ে হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের রিসোর্ট কান্ডের ঘটনায় সহিংসতা মামলায় গ্রেফতার হয়েছে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মোশাররফ হোসেনের চাচা মো. খোরশেদ আলম (৫৭)|

রবিবার (২৩ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নিউটাউনের সামনে আম বিক্রিকালে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের একটি টিম সকাল ৮ ঘটিকার সময় তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

এ ঘটনার পর আসামীর স্বজনরা নারায়ণগঞ্জ ডিবি অফিসে গিয়ে ছাড়িয়ে আনার জন্য অনেক দেন-দরবার করলেও নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তাদের সিদ্ধান্তে অনড়।

জানা যায় হেফাজতের সহিংসতা মামলার আসামী মোশাররফ মেম্বারের ছোট ভাই হাফেজ মো. তাজুল ইসলাম ও ভবনাথপুর জামে মসজিদের ইমাম মোঃ ইলিয়াসকেও খুঁজে বেড়াচ্ছে পুলিশ।

ইতিমধ্যে মোশাররফ মেম্বারের বড় ভাই মাসুদ একই মামলায় গ্রেফতার হয়ে জেল-হাজতে দিনাতিপাত করছেন বলেও জানা গেছে। উল্লেখ্য,দীর্ঘদিন ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামে তারা সকলেই একটি মাদ্রাসা পরিচালনা করে আসছে।

এ বিষয়ে আসামীর ভাতিজা পিরোজপুর ইউপি সদস্য মোশাররফ হোসেন তার চাচা গ্রেফতার হয়েছে বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা বরাবরই আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত,তবুও হেফাজতের সহিংসতা মামলায় আমার আত্নীয়-স্বজনদের আসামী করা হয়েছে,বিষয়টি খুবই দুঃখজনক।

নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এডিশনাল এসপি জাহেদ পারভেজ চৌধুরী জানান, সকালে খোরশেদ আলম নামের একজনকে সোনারগাঁয়ের মেঘনাঘাট থেকে গ্রেফতার করা হয়েছে, তিনি হেফাজতের সহিংসতা মামলার আসামী।