নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

সোনারগাঁয়ে ছোটভাইয়ের হাতে বড়ভাই নিহতের ঘটনায় বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:২৩, ৩০ মে ২০২১

সোনারগাঁয়ে ছোটভাইয়ের হাতে বড়ভাই নিহতের ঘটনায় বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গুদারাঘাট গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই কিরন মিয়ার  মৃত্যুর ঘটনায় কিরনের বাবা শাহজামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ মে) ভোররাতে তালতলা পুলিশ ফাঁড়ির পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে শাহজালালকে রিমান্ড চেয়ে নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

মীরেরটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরো জানান, পারিবারিক দ্বন্ধের জের ধরে গতকাল উপজেলার জামপুর ইউনিয়নের গুদারাগাট গ্রামের শাহ জামালের ছেলে কিরণ মিয়া (৩০) এর সঙ্গে তার তার বাবা, ছোট দুই ভাই মেহেদী হাসান ও গাব্বা মিয়ার দীর্ঘ দিন ধরে পারিবারিক ভাবে দ্বন্ধ চলে আসছিল।

এর জের ধরে শুক্রবার তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে তিন ভাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছোট ভাই মেহেদী হাসানের ছুরি কাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনার পর থেকে ওই বাড়ির লোকজন পালিয়ে যায়।

কিরনের মৃত্যুর ঘটনায় তা মা মোর্শেদা বেগম বাদি হয়ে তার স্বামী শাহ জামাল ও দুই ছেলের বিরুদ্ধে মামলা গতকাল রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন মামলা দায়েরের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিরনের বাবা শাহজামালকে গ্রেফতার করা হয়েছে।

 

আরও পড়ুন : বন্দরে কিশোর অপরাধীদের হাতে ৬ বছরে ৭ খুন