নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪

সোনারগাঁয় জুয়ার সরঞ্জামাদিসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৪২, ১ জুন ২০২১

সোনারগাঁয় জুয়ার সরঞ্জামাদিসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে জুয়ার সরঞ্জামাদিসহ ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলো- মো. আজিম খাঁন (৩৪), মো. ইলিয়াছ মিয়া (৪৫),  মো. তাওহীদ মিয়া (৪০),  মো. ইরন মিয়া (৪৫)  ও মো. ফায়জুল (৪১)।

 

এ সময় জুয়ার আস্তানা হতে নগদ ২৪ হাজার ২৭০ টাকা জব্দ করে র‌্যাব। র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র সোনারগাঁয়ের সেনপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ নানা কায়দায় নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। এই জুয়ার আসরে ৫০/৬০ জন লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো এবং সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো।

 

এমন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামাদিসহ ওই ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এছাড়াও  নগদ ২৪ হাজার ২৭০ টাকা জব্দ করা হয়। 


তিনি আরো জানান, সাম্প্রতিক সময়ে এই জুয়ার আসরে নিষিদ্ধ জুয়া খেলায় অংশগ্রহণের জন্য জুয়াড়িরা টাকা সংগ্রহের জন্য চুরি, ছিনতাই রাহাজানিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে আসছে। 


গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


 

সম্পর্কিত বিষয়: