নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২১

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে জখম

জমি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বাড়িমজলিশ এলাকায় নাজমুল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় নাজমুল হোসেন সোনারগাঁ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন সোনারগাঁ উপজেলার বাড়িমজলিশ গ্রামের মো. সামসুল হক সাফা (৫০), মোঃ দুলাল (৪৫) উভয় পিতা মূত মাঝি মেম্বার, ইকবাল (৪০) পিতা মূত কাজ ও মোত্তার হোসেন (৪৫) পিতা তোতা মিয়া।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা ৫ মিনিটে বাড়িমজলিশ এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে উল্লিখিত আসামীরা বাড়িমজলিশ এলাকায় মোঃ আলফাজ উদ্দীনের ছেলে নাজমুলের মাথায় ধারালো দা দিয়ে আঘাত করেন। এ সময় মামলার অন্য আসামিরা লাঠি দিয়ে নাজমুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি মাথায় আঘাত পান। মামলার বাদী আহত নাজমুল হোসেন বলেন, ‘আমার পুকুরপাড়ে আসিয়া ৩টি বড় কড়ই গাছ কাটিয়ে ক্ষতি সাধন করে। জায়গা দখল করার জন্য আমাকে হত্যার জন্য মাথায় দা দিয়ে কোপ দেওয়া হয়। আমি এ ঘটনার বিচার চাই।’

সম্পর্কিত বিষয়: