নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

কাঁচপুরে ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২১

কাঁচপুরে ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা জুট মিলের গোডাউন, লবনের গোডাউন ও কাচাঁপাকা ঘরসহ ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভেকু (এক্সাভেটর) দিয়ে নদীর দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসা এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক ইসমাইল হোসেন, সহকারী উপ-পরিচালক নাহিদ হোসেন সহ বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও উচ্ছেদ কর্মীরা।

 

বিআইডব্লিউটিএ'র যুগ্ম -পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, শীতলক্ষ্যা নদীর দুই পাশে দখল করে গড়ে উঠা ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: