নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪

 সোনারগাঁয়ে ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৫১, ১ জানুয়ারি ২০২২

 সোনারগাঁয়ে ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।


শুক্রবার (৩১ডিসেম্বর) বিকেলে সনমান্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। ৬৮ জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার বিজয়ী মুক্তিযোদ্ধার মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে বক্তারা ’৭১ সালের যুদ্ধের সময় জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা যে অবদার রেখেছিলেন তা তুলে ধরেন।


সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ সভাপতিত্বে করছেন অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহঙ্গীর। 


এই সময় উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সাবেক পরিচালক, আব্দুল সোবহান, সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক মিয়া, সনমান্দী ইউনিয়ন মুক্তিযুদ্ধে কমান্ডার আব্দুল রশিদ, ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, সনমান্দী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার সাইফুল, দেলোয়ার হোসেন, ইব্রাহীম মিয়া, এসএম আলমগীর, সোলাইমান হোসেন সুজন, জয়নাল আবেদিনসহ প্রমুখ।