নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত ঘরে ফিরে যাবো না : টিপু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:০৮, ২৩ নভেম্বর ২০২২

খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত ঘরে ফিরে যাবো না : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নারায়ণগঞ্জের শাওন সহ ৫জন নেতাকর্মীকে হত্যা করেছে। এবার ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়নের শরীরে অস্ত্র ঠেকিয়ে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং হত্যাকারীকে আইনের আওতায় এনে বিচারের জন্য জানাই।


ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া পুলিশের গুলিতে হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে নগরীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পূর্বে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন।


মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল তিনটায় দিকে নগরীতে এ বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। বিক্ষোভ মিছিলটি মিশন পাড়া থেকে শুরু করে চাষাঢ়া চত্বর হয়ে হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
তিনি আরো বলেন, আমরা শেখ হাসিনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা বিএনপি ছাত্রদল যুবদল মহিলা দল সহ সকল নেতাকর্মীরা শপথ গ্রহণ করছি যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত, তারেক জিয়াকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে না আনা পর্যন্ত, আমরা ঘরে ফিরে যাবো না, যাবো না। 


প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও প্রমান করবো বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা পরাজয় মানে না, পরাজিত হতে জানে না। আগামী ১০ ডিসেম্বর বিভাগীয় সমাবেশে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানাই।


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, বরকত উল্লাহ, সাখাওয়াত ইসলাম রানা, কামরুল হাসান চুন্নু সাউদ, শাহিন আহমেদ, মাহমুদুর রহমান, মাসুদ রানা, মাকিত মোস্তাকিম শিপলু, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, বিএনপি নেতা নাজমুল হক রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন, যুবদল নেতা হারুন উর রশিদ লিটন,  শহিদুল ইসলাম, রিপন, সাইফুল ইসলাম আপন, পারভেজ খান, আরমান হোসেন, মানিক বেপারী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।