নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ সেপ্টেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০২, ২ সেপ্টেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ 

নারায়ণগঞ্জ সোনারগাঁ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার গন বিপ্লবে সংগঠিত গনহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সস্পদ বাজেয়াপ্ত ও তাদের কে নির্বাচনে অযোগ্য ঘোষনা করা, সংখ্যানপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সোমবার (২ সেপ্টেম্বর )বিকালে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এ সমাবেশের আয়োজন করে দলটি।

 

ইসলামী আন্দোলন সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি হাজী নুরুল আমিন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব ইন্জিনিয়ার আশরাফুল আলম।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম

 

সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি ইমদাদুল্লাহ হাসেমী, যুব আন্দোলন নারায়ণগঞ্জ সভাপতি মুহাম্মদ জুবায়ের হোসাইন,সদর দ্বীন সংগঠন নারায়ণগঞ্জ মাওলানা মজিবুর, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আমানউল্লাহ,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মদ আশরাফ আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জনসাধারন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: