নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের সভাপতি জিকো খানের শো-ডাউন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫০, ৭ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের সভাপতি জিকো খানের শো-ডাউন

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ সদর থানার নবনির্বাচিত সভাপতি জিকো খান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। উপলক্ষে শহরে শো-ডাউন করেছে।

সদর থানা জাসাসের সকল ইউনিটের হাজারো নেতা-কর্মী নিয়ে শতাধিক মটর সাইকেল নিয়ে তিনি মিছিল বের করেন। মিছিলটি ২নং রেলগেইটস্থ বিএনপির কার্যালয় থেকে চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে জাসাসের অনুষ্ঠানে যোগ দেন।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের ছোট ভাই জিকো খান এই প্রথম রাজনীতিতে রাজপথে বিশাল শো-ডাউনে প্রশংসা সৃষ্টি হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

জেলা ও মহানগর বিএনপির সাবেক অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যম-িত। ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল। এই বিপ্লবে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন। আর সেজন্যই জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব অপরিসীম।
 

সম্পর্কিত বিষয়: