নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪

অমানবিক এই চিত্র দেখার কেউ নেই (ভিডিওসহ)

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৪:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২২

বৃষ্টির মৌসুম নেই। চলছে ফাল্গুন মাস। কিন্তু মানুষগুলোকে দেখলে মনে হবে বৃষ্টির জমে থাকা পানি মাড়িয়ে তারা করোনার টিকা নিতে এসেছে। না ধারনা একেবারেই ভুল। এই পানি ডাইংয়ের ক্যমিকেলযুক্ত বিষাক্ত পানি। তার সঙ্গে মিশ্রিত হয়েছে স্যুয়ারেজের পানি। ফলে র্দুগন্ধ ছাড়াচ্ছে। কালো বিবর্ণ আকার ধারণ করেছে সেই পানি। করোনার টিকার জন্য সেখানেই লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হয়েছে শত শত নারী-পুরুষ।

এই অমানবিক দৃশ্য ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন দাপা কমিউনিটি ক্লিনিকের সামনে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালের সরেজমিনে এই চিত্র দেখা যায়। কিন্তু দেখা যায়নি এই র্দুভোগ থেকে মানুষকে রক্ষায় কোন জনপ্রতিনিধির কার্যক্রম।

এখানেই শেষ নয়, ২২ ফেব্রæয়ারি থেকে খুলছে ফতুল্লা পাইলট হাই স্কুল ও সেহাচর সরকারী প্রাথমিক বিদ্যালয়। জরুরী ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নেয়া না হলে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীকে এই নোংরা বিষাক্ত পানি মাড়িয়ে আসা-যাওয়া করতে হবে। যা সত্যিই অমানবিক।
 

সম্পর্কিত বিষয়: