
সিদ্ধিরগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজেসি সমাজবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ নাসিক ১০ নম্বর ওয়ার্ডের ১৬৮ বিজেসি গেইট সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আমান হোসেন প্রধানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেন রাজুর পরিচালনায় এ দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবরারুল হক হাতেমী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজেসি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মো. ফয়সাল হোসেন খাঁন, বাগপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমির হোসাইন লাকসামী, ২ নম্বর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মহিউদ্দিন মাহমুদী।
আরও উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি হেলাল সরদার, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম, আবুল কালাম, আবুল হোসেন, মোহাম্মদ মুসলিম, শাহীন মিয়া, ইমরান হোসেন, মোহাম্মদ রতন, মোশতাক আহম্মেদ, আওলাদ হোসেন, শাহারিয়ার হোসেন জিতু, সিমান্ত, শান্ত, বাবু ও মামুন প্রমুখ।