নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪

ঈদ যাত্রা : ট্রেনের ছাদে উঠতে ২০ টাকা, টিকেট ১৫ টাকা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৫৩, ২ মে ২০২২

ঈদ যাত্রা : ট্রেনের ছাদে উঠতে ২০ টাকা, টিকেট ১৫ টাকা  

নারায়ণগঞ্জে ঈদকে সামনে রেখে ট্রেন যাত্রীদের ঢল নেমেছে। যাত্রীদের অবস্থা এমন, যে কোনো মূল্যে ট্রেনে উঠতেই হবে। তাইতো জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে ঈদযাত্রা করছেন অনেকেই।

 

আর এ সুযোগেই মই দিয়ে ট্রেনের ছাদে উঠিয়ে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা করে আদায় করছে স্থানীয় বখাটেদেও দল। রবিবার (১ মে) দুপুরে শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে।


জাহাঙ্গির নামের একজন যাত্রী মই দিয়ে ট্রেনের ছাদে উঠার পর বলেন, ভাই আমার বাড়ি ময়মনসিংহ জেলায়। নারায়ণগঞ্জ থেকে ট্রেনে কমলাপুর নামলে আমার সুবিধা হয়। বাসে গেলে আবার অন্য বাসে করে কমলাপুর এসে ময়মনসিংহের ট্রেনে উঠতে হইবো। 


তাই কষ্ট হইলেও মই দিয়ে ছাদে উঠে কমলাপুর যাচ্ছি । ট্রেনের টিকেট কাটছি ১৫ টাকায় আর মই ভাড়া ২০ টাকা । কষ্ট হইলেও সুবিধা হইলো বাসের গুলিস্থানের ভড়া ৪৫ টাকা ।


যাত্রীরা জানান, ঢাকার রাস্তায় অনেক যানজট। বাসে গেলে অনেক সময় লাগে। ঝামেলাও অনেক পোহাতে হয়। তাই একটু কষ্ট করে হলেও ট্রেনে যাচ্ছি। অল্প সময়েই গন্তব্যে পৌঁছাতে পারবো। তবে স্টেশনের কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
 

সম্পর্কিত বিষয়: