নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫

না’গঞ্জে টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে ১৭ জন উত্তীর্ণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

না’গঞ্জে টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে ১৭ জন উত্তীর্ণ

নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পরীক্ষায় প্রাথমিকভাবে ১৭ জন উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে বাছাইকৃতদের ফলাফল প্রকাশ করেন নিয়োগ বোর্ডের সভাপতি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)। 

এতে প্রাথমিকভাবে ১৬ জন পুরুষ ও ১ জন নারীকে কনস্টেবল পদে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এই ১৭ জনের মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ দেয়া হবে। 

ফলাফল শেষে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সেবার ব্রত নিয়ে কাজ করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানান।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: