নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

আড়াইহাজারে অপহৃত স্কুলছাত্রী ৪ দিনেও উদ্ধার হয়নি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০১:৩৩, ১ জুন ২০২১

আড়াইহাজারে অপহৃত স্কুলছাত্রী ৪ দিনেও উদ্ধার হয়নি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুমাইয়া (১৪) নামে তেতুইতলা কবি নজরুল বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। 


সোমবার (২৮ মে) এ ঘটনার থানায় অভিযোগ দেয়ার পর ৪ দিনেও মামলা হয়নি এবং আসামিদের গ্রেফতার  করা হয়নি।  


গত ২৮ মে এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা প্রবাসী হওয়ায় তার চাচা আড়াইহাজারের নয়নাবাদ এলাকার সামসুল হকের ছেলে মোঃ শামীম বাদী হয়ে থানায় একটী অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৩ মে সকালে তার নবন শ্রেণীর এ্যাসাইমেন্ট আনার জন্য বাড়ি থেকে স্কুলে যায়। পরে তার আর কোন খোঁজ না পেয়ে শামীম নিজেই তাকে খুঁজতে বের হন। পথিমধ্যে যুবলীগ নেতা জামাল হোসেনের বাড়ির সামনে গিয়ে লোকমুখে তিনি জানতে পারেন একটি সিএনজি যোগে তার ভাতিজিকে খগকান্দা দক্ষিন নয়াপাড়া এলাকার শাহজালালের পুত্র সাব্বির (২২), জব্বর আলীর পুত্র শাহ আলম (৪৮), শাহ জালালের পুত্র সোহেল (২৪) (৫৪) অপহরণ করে নিয়ে যায়। অভিযোগে জব্বর আলীর পুত্র শাহজালালকেও বিবাদী করা হয়। এখনো সুমাইয়ার কোন সন্ধান পাওয়া যায়নি। 


আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় জানান, আমরা ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।
দুজন আটক আসামিকে ছাড়ার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, দুজন বয়স্ক হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: