ঐতিহ্য হারাতে বসেছে বন্দরের সোনাকান্দা কেল্লা
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চরম উদাসিনতার কারনে বন্দরে ঐতিহ্যবাহী সোনাকান্দা কেল্লার ঐতিহ্য আজ হারাতে বসেছে। এমন কথা জানিয়েছে স্থানীয় এলাকাবাসীসহ সচেতন মহল। সংরক্ষন এবং সংস্কারের অভাবে দিন দিন সোনাকান্দা কেল্লার অপরুপ সুন্দরর্য হারিয়ে যাচ্ছে।