নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ জুলাই ২০২৪

 লাঙ্গলবন্দে দুইদিন ব্যাপী মহাষ্টমী স্নানোৎসব শুরু
 লাঙ্গলবন্দে দুইদিন ব্যাপী মহাষ্টমী স্নানোৎসব শুরু

নারায়ণগঞ্জের বন্দরের  লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুইদিন ব্যাপী মহাষ্টমী স্নানোৎসব শুরু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে তিথির লগ্ন শুরু হয়। শেষ হবে আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫৪ মিনিটে। হিন্দু শাস্ত্রীমতে"হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো। এইমন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান দুর্বা, হরতকি, ডাব, আম, পাতা ও ফলের সমাহার দিয়ে পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করেন হিন্দু ধর্মালম্বীরা। স্নানোৎসবে দেশ-বিদেশের ১০ লক্ষ্যের অধিক পূণ্যার্থীদের অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১৩:২৭