নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

৩০ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব পালিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৩, ৩০ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব পালিত

নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যুগ পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব পালন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) নগরখানপুরস্থ বরফকল মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে এ মহা-মহোৎসব অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে উষাকীর্তন, শোভাযাত্রা, বিনতী সঙ্গীতাঞ্জলি, মাতৃ সম্মেলন, প্রার্থনা, বৈদিক মন্ত্রোচ্চারণ, শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান ও প্রসাদ বিতরণ ছিলো অন্যতম।

আলোচনা সভা উদ্বোধন করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন সাবেক কাউন্সিলার মোঃ অহিদুল ইসলাম ছক্কু ও শোভাযাত্রা উদ্বোধন করেন শাহাদাত হোসেন বাবু। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ডা: সায়ন্তন চক্রবর্তী।

ঋত্বিক এর সহপ্রতি ও বাংলাদেশ সৎসঙ্গের সাধারণ সম্পাদক ধৃতব্রত আদিত্যের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঋত্বিক এর সহপ্রতি শ্রী অমল রায়।

আলোচনা করেন, নারায়ণগঞ্জ সৎসঙ্গের সভাপতি নরেশ ঘোষ, সাধারণ সম্পাদক রতন লাল সাহা, সহ সাধারণ সাধারণ সম্পাদক অজয় কিশোর ঘোষ, উৎসব কমিটির সদস্য সচিব  রবিন সাহা, তাপস আচার্য্য, মনিকা দাস, তপতী মল্লিক, মনিকা ঘোষ ও রামকৃষ্ণ দাস সহ সৎসঙ্গের সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, সহ সভাপতি হরি সাহা, তপন চন্দ্র  ধর, বিপুল পোদ্দার, তুলসী ঘোষ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভক্ত-অনুরাগীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের জীবনাদর্শ, দর্শন ও মানবকল্যাণমূলক চিন্তাধারা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র মানবজীবনকে শুদ্ধ, সুশৃঙ্খল ও কল্যাণমুখী করার এক অনন্য দিশা প্রদর্শন করেছেন। তাঁর আদর্শ ও বাণী সমাজে নৈতিকতা, মানবিকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষভাবে প্রাসঙ্গিক।

বক্তারা আরও উল্লেখ করেন, শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের “জীবনই সাধনা” দর্শন ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিক উৎকর্ষ সাধনে কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত বিষয়: