শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির প্রাঙ্গনে রাখের উপবাস উপলক্ষ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বালন করা হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় মাসদাইরে নারায়ণগঞ্জ শ্মশানে বিভিন্ন বয়সী ভক্তরা এতে অংশ নেন।
প্রতিবছর কার্তিক মাসের শনি ও মঙ্গলবার দিনটি পালন করা হয়। এ দিনে ভক্তরা সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে ঘি প্রদ্বীপ ও ধুপ জ¦ালিয়ে নিবিড় মনে মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
প্রার্থনা ও কীর্তন শেষে প্রদীপ জলে ভাসিয়ে দেন। এরপর প্রসাদ বিতরনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।


































