নারায়ণগঞ্জে দিনের রান্না মাঝরাতে, তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তি
‘কাজে যাওয়ার আগেও গ্যাস পাইনা, আইসাও পাই না। সকালে ৮টায় কাজে যাই, আসতে রাইত হয়। মাঝরাইতে গ্যাস আসে। সারাদিন খাইটা আইসা রাত জাইগা রানতে পারি না। শরীরে আর সয় না। বাড়িওয়ালা সিলিন্ডার আইনা লইছে। আমাগো অত পয়সা নাই।
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২, ০০:১৪