আবর্জনার ভাগাড় জিমখানা লেক
জিমখানা লেক, ইট-পাথরের কোলাহলে শহরের মাঝে এক টুকরো বিনোদন স্পট। সবুজে ঘেরা লেকে দিনভর থাকে দর্শনাথীদের বিচরণ। লেকটির সৌন্দর্য বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বেড়াতে আসা দর্শনার্থীদের ফেলে যাওয়া এবং খাবারের দোকানের বর্জ্যে দূষিত হচ্ছে লেকের পানি। ময়লা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় তা ফেলা হচ্ছে যত্রতত্র, এমনকি পানিতেও।
বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২, ০২:৫০