
সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় হাজীগঞ্জ-সস্তাপুর মেইন সড়কে সরিষা ভীলার সামনে বৃষ্টির পানি জমে থাকার কারনে সর্বদাই সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
জলাবদ্ধতার কারনে দিনে দিনে রাস্তাটি দুর্বল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা করে পানি সরানোর ব্যবস্থা থাকলেও সেখানে বসবাস করা কতিপয় ব্যক্তির কারণে কোন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়টির সুষ্ঠু সমাধানে হাজীগঞ্জবাসী মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র হস্তক্ষেপ কামনা করেন।
সরেজমিনে গিয়ে দেখে যায় যে , রাস্তাটির দুপাশে পানি যাতে গড়িয়ে যেতে না পারে তার জন্য রাস্তার পাশের বাড়ির মালিকগন যার যার সীমানায় ইটা, বালু সিমেন্ট ঢেলে দিয়ে উঁচু করে রেখেছেন। অপর দিকে সড়কের দুপাশ দিয়ে দুটি রাস্তার সংযোগ আছে। তার একটি রাস্তা খালের সাথে গিয়ে শেষ হয়েছে।
এই রাস্তার গতিপথ দিয়ে পূর্বে পানি প্রবাহিত হতো। কিন্তু বর্তমানে এই রাস্তায় ড্রেন ব্যবস্থা থাকলেও রাস্তার পানি গড়িয়ে যাবার ব্যবস্থা রাখা হয়নি বরং উল্টো সেখানকার লোকজন পানি যেনো না যেতে পারে তার জন্য আটকে রেখেছেন ।
অপর দিকে অন্য দিকের রাস্তার অগ্রভাগের অংশ অধিক উচু করায় পানি গড়িয়ে যেতে পারছে না। ফলে এই পানি জমে থাকার কারন লক্ষ্য করা যায়। অনেকের মতে মেইন সড়কটি যখন নির্মাণ করা হয়েছে এই স্থান টুকু নীচু করে ফেলায় সড়কের সব পানি এসে এখানে জলাবদ্ধ হয়ে থাকে। এ সব কারনেই এখানে সব সময় পানি জমে থাকে।
এলাকাবাসীকে এই পানির কারনে চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই জন দুর্ভোগ হতে রক্ষা পেতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।