
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও যানবাহন চালকরা। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯ টা থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত সড়কে যানজট রয়েছে।
সরেজমিনে, মহাসড়কের ঢাকামুখী লেনের লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছেন, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ গাড়ি ঠিকমতো যেতে পারছে না তাই এই যানজট সৃষ্টি হয়েছে।
শনিআখরা যাবেন শহিদুল ইসলাম, তিনি দীর্ঘ ১ ঘণ্টা ধরে মোগরাপাড়ায় যানজটে আটকে আছেন। তিনি বলেন, গাড়ি নড়াচড়া করছে না। শুনলাম লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা নাকি খুব খারাপ।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ গাড়ি ঠিকমতো যেতে পারছে না তাই এই যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ কাজ করছে আশা করি কিছুক্ষণের মধ্যে যানজট ছুটে যাচ্ছে।