গোরখোদক মোতালেব আজ অসহায়
মোতলেব মিয়া (৬৭)। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামার পাড়া গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। এক সময় দিন মজুরের কাজ করলেও এখন বয়সের ভারে নুজ্জ মোতলেব মিয়া এখন বেকার। তবে টুকটাক কবিরাজি করেন।
বুধবার, ৩১ আগস্ট ২০২২, ২১:৩১