সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রংপুর বুটিকস্’ এর উদ্যোগে প্রতি বছরের মত এবারও অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের মাঝে মেডিকেল ওয়াকিং ক্রাচ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় শহরের উত্তর চাষাঢ়া চাঁনমারি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নারী উদ্যোক্তা রোখসানা ডলি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নারী উদ্যোক্তা ফেরদৌস আরা অনা , সমাজ সেবক শওকত আরা খন্দকার ঝর্না, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আরজু, সমাজ সেবক ডা. হায়দার আলী, তরুণ ব্যবসায়ী মরিয়ম আক্তার ও শামীম রেজা।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং মহিয়সী এই নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রায় ৩ শতাধিক দরিদ্র ও প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে কম্বল, সোয়েটার, চাদর সহ শীতবস্ত্র এবং মেডিকেল ওয়াকিং ক্রাচ বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন - মো. জাহিদ হোসেন, রায়হান রাসেল, মো. রুহুল আমিন রাইয়ান, হোসনে আরা হলি, আমেনা রেজা, আরিফা আলম, মুুমু, শামীমা, রেখা বেগম, আয়শা সুলতানা আঁখি, শাহীনুর, লতা, খুশবু, লায়লা, রীনা, ইয়াসমিন প্রমুখ।

































