নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬

‘রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৮, ২ জানুয়ারি ২০২৬

‘রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

 সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন  ‘রংপুর বুটিকস্’ এর উদ্যোগে প্রতি বছরের মত এবারও অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের মাঝে মেডিকেল ওয়াকিং ক্রাচ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় শহরের উত্তর চাষাঢ়া চাঁনমারি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। 

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নারী উদ্যোক্তা রোখসানা ডলি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নারী উদ্যোক্তা ফেরদৌস আরা অনা , সমাজ সেবক শওকত আরা খন্দকার ঝর্না, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আরজু, সমাজ সেবক  ডা. হায়দার আলী, তরুণ ব্যবসায়ী মরিয়ম আক্তার ও শামীম রেজা। 

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং মহিয়সী এই নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রায়  ৩ শতাধিক দরিদ্র ও প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে কম্বল, সোয়েটার, চাদর সহ শীতবস্ত্র এবং মেডিকেল ওয়াকিং ক্রাচ বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন - মো. জাহিদ হোসেন, রায়হান রাসেল, মো. রুহুল আমিন রাইয়ান, হোসনে আরা হলি, আমেনা রেজা, আরিফা আলম, মুুমু, শামীমা, রেখা বেগম, আয়শা সুলতানা আঁখি, শাহীনুর, লতা, খুশবু, লায়লা, রীনা, ইয়াসমিন প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: