নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ জানুয়ারি ২০২৬

৩ শতাধিক শীতার্তদের মুখে হাসি ফোটালো না’গঞ্জ ঐক্য পরিষদ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৫, ৯ জানুয়ারি ২০২৬

৩ শতাধিক শীতার্তদের মুখে হাসি ফোটালো না’গঞ্জ ঐক্য পরিষদ 

তীব্র শীতের কষ্ট লাঘবের জন্য শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থা । নারায়ণগঞ্জ  জেলা ও মহানগর ঐক্য পরিষদ ও প্রভাতের যৌথ  উদ্যোগে শীতার্তদের মাঝে এ  শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার ( ৯ জানুয়ারি)   সন্ধ্যায় নগরীর শীতলক্ষ্যা এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় দু’শতাধিক দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে ও  নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাতের পরিচালক অরুন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের উপদেষ্টা লিটন চন্দ্র পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা  প্রেসক্লাবের সিনিয়র  সহ সভাপতি আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু,  জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি ও প্রভাতের সদস্য হরি সাহা। 

এসময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। শীতের এই  মৌসুমে অসহায় মানুষজন সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

তারা আরও বলেন, ভবিষ্যতেও আমাদের এ মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং তারা সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটে উঠেছে। তারা সন্তোষ প্রকাশ করে নারায়ণগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান  ঐক্য পরিষদ ও প্রভাতের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের চেয়ারম্যান  প্রদীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার,  জেলা ঐক্য পরিষদের অর্থ সম্পাদক  পিন্টু রায়,মহানগরের সহ সভাপতি বিকাশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রী সাহা হিমু,  সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সুব্রত কুমার সাহা,  নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সাধারণ সম্পাদক রিপন কর্মকার,মন্দির কমিটির যুগ্ম সম্পাদক গনেশ চন্দ্র সাহা,  মহানগরের সুজন দাস,তপন চন্দ্র ধর , জয়ন্ত সাহা পিংকু, অজয় সূত্রধর, প্রশান্ত কুমার সাহা, তপন চন্দ্র ধর,  তুলশী ঘোষ, বিপুল পোদ্দার, সুমন ঘোষ, কৃষ্ণপদ মজুমদার, রিপন বিশ্বাস, প্রদীপ দাস, হরি শীল, বিটু দত্ত, চন্দন দাস,  প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মোঃ কামরুজ্জামান রনি, নুর আলম জয়, মোজাম্মেল হোসেন লিটনসহ সদস্যরা।

প্রসঙ্গত, এর আগে সকাল ১০ টায় উকিলপাড়া এলাকায় ও সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের সামনে শতাধিক অসহায় ও প্রতিবন্ধী মানুষদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
 

সম্পর্কিত বিষয়: