নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ জুলাই ২০২৫

অসুস্থ ট্রাকচালক তোফাজ্জলের পাশে নারায়ণগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৯, ৪ জুলাই ২০২৫

অসুস্থ ট্রাকচালক তোফাজ্জলের পাশে নারায়ণগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন

নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য অসুস্থ তোফাজ্জল আহম্মেদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে অসুস্থ তোফাজ্জলের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন জেলা শ্রমিক ইউনিয়নের নেতা মাসুদ রানা।

সহায়তা প্রদান শেষে মাসুদ রানা বলেন, "শ্রমিক ইউনিয়ন সব সময় অসুস্থ, অসহায় এবং দুর্ঘটনায় আহত সদস্যদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের প্রত্যেক সদস্য যেন সংকটে একা না থাকেন, সেটিই আমাদের লক্ষ্য।"

তিনি আরও বলেন, শ্রমিকদেরকে নিয়ে সংগঠনের পক্ষ থেকে সদস্যদের যে কোনো দুর্দিনে পাশে থাকার জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে, যা থেকে নিয়মিত সহায়তা দেওয়া হবে।

এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় শ্রমিকেরা শ্রমিক ইউনিয়নকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
 

সম্পর্কিত বিষয়: