নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৮ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে বিশেষ টাস্কফোর্সের অভিযান, ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:১৭:২০, ২২ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে বিশেষ টাস্কফোর্সের  অভিযান, ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জে তিন উপজেলায় অভিযান চালিয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স। বিভিন্ন অপরাধে  ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিভিন্ন বাজার তদারকি করা হয়।


মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলার কাঁচপুর অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা,  বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মোঃ ছালাউদ্দিন ভূইয়া এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।


সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায়  ‘আক্তার ষ্টোর’কে ৫ হাজার টাকা ও ‘সাজু ষ্টোর’কে ৪ হাজার টাকা এবং কাঁচপুর কাচা বাজারে একই অপরাধে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’কে ২ হাজার টাকা  ও ‘ফয়সাল ষ্টোর’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে বাসি গ্রিল বিক্রয় ও সংরক্ষণের দায়ে এবং অস্বাস্থ্যকর উপায়ে ফ্রিজে খাবার সংরক্ষণের দায়ে ‘ভোজন বিলাস রেষ্টুরেন্ট’কে ৩০ হাজার  টাকা জরিমানা করা হয়। এয়াড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভুইঘর কাঁচা বাজারে মুল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার মাধ্যমে সবজি ও মাংসের বাজারকে অস্থিতিশীল করার দায়ে  ‘তিন ভাই ষ্টোর’কে ৩ হাজার টাকা, ‘শরীয়তপুর ষ্টোর’কে ২ হাজার টাকা, ‘আশিক ষ্টোরকে’ ২ হাজার টাকা, ‘শাহ আলম ষ্টোর’কে ২ হাজার টাকা এবং ‘বিসমিল্লাহ খাসির মাংস দোকান’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


সেলিমুজ্জামান জানান, বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনে মোট ১০টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা  আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।