নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী মাঠে উত্তেজনা বাড়ছে। স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলমের অনুসারীদের বিরুদ্ধে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর এক সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, হুমকিদাতা আশফাক ফতুল্লা এলাকার বাসিন্দা এবং তিনি মোঃ শাহ আলমের ভাগ্নে বলে জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে শাহ আলমের একটি মেসেঞ্জার গ্রুপে এই হুমকি দেওয়া হয় বলে দাবি করা হচ্ছে।
সেখানে আশফাক সাবেক ছাত্রদল নেতা শাজাহান কে বক্তব্যের প্রসঙ্গ টেনে অশালীন ও ভীতিকর ভাষায় হুমকি দেন। ওই কথোপকথনের একটি স্ক্রিনশট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় মনির কাসেমী শিবিরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। নির্বাচনের আগেই এ ধরনের হুমকিকে তারা ভয়ের বার্তা হিসেবে দেখছেন।
এ বিষয়ে ভুক্তভোগী শাজাহান জানান, সম্প্রতি তিনি একটি উঠান বৈঠকে মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে বক্তব্য রাখেন।
সেই বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে ভিডিওটির একটি অংশ মোঃ শাহ আলমের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা হলে, সেটি দেখেই আশফাক তাকে নির্বাচন শেষে “দেখে নেওয়ার” হুমকি দেন।
শাজাহান আরও বলেন, “নির্বাচনে জয়ী হওয়ার আগেই যদি কোনো প্রার্থীর অনুসারীরা এভাবে হুমকি দিতে পারে, তাহলে তারা ক্ষমতায় গেলে কী করবে, তা সহজেই বোঝা যায়।”
এ ঘটনায় এলাকাজুড়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এখন দেখার বিষয়, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ও প্রশাসনের অবস্থান কী হয়।


































