নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব পালিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৪, ৫ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব পালিত

নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সুভদ্রা মহারানীর উল্টো শুভ রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেল তিনটায় রথযাত্রা মহোৎসবে উপলক্ষে বরফকল মাঠ হতে এক সুবিশাল রথে শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর শোভাযাত্রা নারায়ণগঞ্জ শহরের পরিক্রমা করে মাসির বাড়ী দেওভোগ আখড়ায় প্রবেশ করে।

এদিকে উল্টো রথযাত্রা সফলে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব ভলান্টিয়ার এবং কর্মীবহিনী দিয়ে পূজা পরিষদের নেতৃবৃন্দ রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত তত্ত্বাবধান করেন। 

উল্টো রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, দেওভোগ আখড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রী হংসকৃষ্ণ দাস। 

সভাপতিত্ব করেন শ্রীশ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার, গোয়ালপাড়া, নগরখানপুরের পক্ষ থেকে অধ্যক্ষ শ্রীকৃষ্ণকান্ত দাস, সভাপতি শ্রী মহারাজ পোদ্দার (কানাই), নি.সভাপতি রতন চন্দ্র শীল ও সা.সম্পাদক শ্রী কৃষ্ণ কেশব দাস। 

উল্লেখ্য: শ্রীশ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ (ইসকন অনুমোদিত), শ্রীশ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার, গোয়ালপাড়া, নগর খানপুর বিগত ৫ বৎসর যাবৎ শ্রীজগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা মহোৎসব ও শোভাযাত্রা ছোট পরিসরে উদযাপন করে আসছে। শনিবার হাজার হাজার ভক্তের মহাসমারোহে শ্রীজগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী নারায়ণগঞ্জ শহর পরিক্রমা করে শ্রীশ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার,  গোয়ালপাড়া, নগরখানপুর, নারায়ণগঞ্জ এ প্রবেশ করলে মহাভোগ ও আরতি নিবেদনের মাধ্যমে শ্রীবিগ্রহগণকে শ্রীমন্দিরে স্থাপন করা হয়।
 

সম্পর্কিত বিষয়: