নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওভোগে শানে রিসালাত অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওভোগে শানে রিসালাত অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওভোগ এলাকাবাসীর উদ্যোগে শানে রিসালাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩রা সেপ্টেম্বর) রাত ১১টায় নগরীর দেওভোগ আখড়া এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।

শানে রিসালাত মাহফিলে দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তারা তাদের আলোচনায় তুলে ধরে বলেন, পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বিশ্বের ঈমানি প্রেরনার জয় ধ্বনী নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে এই রবিউল আওয়াল মাসে। পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম উৎসব। 

এ দেশের বেড়ে ওঠা ছেলে-মেয়েরা যাতে করে ইসলামি পথে চলতে পারে এবং দ্বীন ও ইসলামের জ্ঞান আরোহণ করতে পারে সেই লক্ষ্য নিয়ে প্রতিটি এলাকায় শানে রিসালাত মাহফিল করা প্রয়োজন। এ মাহফিল ইসলামি চেতনাকে শক্তিশালী করে, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে সুন্নাহভিত্তিক সঠিক দিকনির্দেশনা প্রদানে ঐতিহাসিক ভূমিকা রাখবে।

শানে রিসালাত মাহফিলে দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে মেহমানে আ'লা ও বিদায়ী মোনাজাত পরিচালনা করেন, আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের পীর মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দেওভোগ সাকিম আলী জামে মসজিদের মোতওয়াল্লী মুহাম্মদ মনির হোসেন খানের সভাপতিত্বে এমাহফিলে প্রধান আর্কষণ হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার রাজাপুর দরবার শরীফের পীরে তরিকত আল্লামা শাহ মুহাম্মদ নাদিমুর রশিদ আল কাদরী। উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ বদিউজ্জামাল বদু, এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ও শাহ সিরাজ জামে মসজিদ এর সানি ইমাম হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: