
বিশ্বজাকের মঞ্জীলের কেবলাজান হুজুরের শিক্ষানুজায় আগামী শুক্রবার (২২ আগষ্ট) কবি ও কলামিষ্ট এম এ মাস্উদ এর বাসভবনে ৩৪ তম বাৎছরিক জলছা অনুষ্ঠিত হবে উক্ত ছলছাকে সামনে রেখে সাত কোরআন খতম দেয়ে হয়েছে।
জলছায় জীকির ও ফয়েজ বাতাবেন হজরত মাও. আঃ কাদের ও মাও. মোঃ আলামিন। ওয়াজ ফরমাইবেন হজরত মাও. মাঈন উদ্দিন আনছারী ছাহেব প্রধান অতিথি থাকবেন জাকের পার্টি সিদ্ধরগঞ্জ থানার সভাপতি মাঈনউদ্দিন ভাই। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন নারায়নগঞ্জ প্রেস ক্লাবেরসহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক বিল্লাল হোসেন রবিন।
বিশেষ অতিথী থাকবেন সিদ্ধির গঞ্জ থানা জাকের পার্টি নেতৃবিন্দু উক্ত মাহফিলে এম এ মাস্উদ
বাদল ও এম এ সেলিমের পিতা মাতা ছোটভাই শহিদুল ইসলাম চাঁন মিয়া নানা নানি দাদা দাদি
মামা মামি খালা খালু আরেক স্নেহা ভাজন ছোটভাই আলহাজ্ব হুমায়ুন কবির সহ সকল মুরুব্বিয়ানদের পবিত্র আত্মার মাগফেরাৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
দেশ ও জাতির মঙ্গল কামনার্থে সকল মমিন মোসলমান দেরকে উক্ত জলছায় উপস্থিত হয় দোয়ায় সামিল হওয়ার জন্য অনোরুধ করা হয়েছে।