
সুলতান উদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাদ জোহর নারায়ণগঞ্জের সোনারগাঁ জামপুর ইউনিয়নে বুরুমদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মরহুম ব্যাংকার সুলতান উদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরিবারের পক্ষ থেকে এ দোয়ায় আয়োজন করা হয়।
মরহুম সুলতান উদ্দিন ছাড়াও দাদা-দাদী, চাচা-চাচী, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম মোজাম্মেল হকের স্ত্রী হুমায়রা শাহানসহ সকল প্রয়াত আত্মীয়-স্বজনের জন্য দোয়া করা হয়।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বুরুমদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ হাফেজ মাওলানা আনোয়ার গাফফার।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিবার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্স, সুলতান উদ্দিন আহাম্মেদ ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক এ এস এম আশরাফুল হক শামীম, আলতাফ হোসেন ভূইয়া, মোবারক ভূইয়া, শাহীন ভূইয়া, আকরাম ভূইয়া, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।