নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

শাহ্ জামান সরকারের মৃত্যুতে বন্ধু মহলের শোক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৩, ২ ডিসেম্বর ২০২৩

শাহ্ জামান সরকারের মৃত্যুতে বন্ধু মহলের শোক

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের আপন চাচাতো ভাই শাহ জামান সরকার মারা গেছেন।  শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে হার্টএ্যাটাক করে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

 

পারিবারিক তথ্যমতে, মৃত শাহ্জামান সরকার মুন্সিগঞ্জ জেলার শিলই গ্রামের মৃত শাহ্জালাল সরকারের সন্তান। মুন্সিগঞ্জে তার জন্ম।

দীর্ঘদিন যাবত তিনি শহরের খানপুর ডনচেম্বার এলাকায় নিরাপদ হাউজিংয়ে বসবাস করে আসছেন। পরিবারের আট ভাইয়ের মধ্যে পঞ্চম সন্তান ছিলেন তিনি। 

 

তিনি শহরের চাষাড়াস্থ তার বোন জামাইয়ের ঔষুধের পাইকারি দোকান লাজ ফার্মায় কর্মরত ছিলেন।

শাহ্জামানের মৃত্যুতে চাষাড়া নেমে এসেছে শোকের ছায়া। এ ব্যাপারে তার বন্ধু মহলের পক্ষ থেকে শোবার্তা দেওয়া হয়। বন্ধু মহলের পক্ষ থেকে টানানো হয় বিভিন্ন স্থানে শোক বেষ্টোন ব্যানার।

তার  বন্ধু আবুল কাশেম এক শোক বার্তায়  বলেন,  শাহ্ জামান একজন সাদা মনের মানুষ ছিল । যার ভিতরে ছিল আন্তরিকতা, উদারতা ও মহৎ ব্যক্তিত্ব। কখনো তার ভিতরে অহংকার দেখতে পাইনি আমরা। বন্ধুদের আড্ডায় তিনি ছিলেন খুবই আন্তরিক। তার এই মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। আমরা মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করছি।

সম্পর্কিত বিষয়: