নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

সাধারণ পাঠাগারের বিজয় র‌্যালী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৮, ২ ডিসেম্বর ২০২৩

সাধারণ পাঠাগারের বিজয় র‌্যালী

বিজয় র‍্যালী এবং প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের মধ্যদিয়ে তল্লা সাধারণ পাঠাগার মহান বিজয় দিবস উদযাপন করেছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে তল্লা পাঠাগার থেকে বিজয় র‍্যাল বের করে চাষাঢ়া হয়ে ওসমানী স্টেডিয়ামে গিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্যদিয়ে শেষ হয়। প্রীতি ম্যাচে সভাপতি এবং সাধারণ সম্পাদক একাদশ অংশ গ্রহণ করেন। ম্যাচে সভাপতি একাদশ চ্যাম্পিয়ন হয়।

কর্মসূচিতে অংশ গ্রহন করেন সাধারণ পাঠাগারের  সভাপতি এস এম আব্দুল্লাহ রিপন, সিনিয়র সহ সভাপতি জাহিদ হোসেন লাভলু, সহ সভাপতি সামসুল আলম সহ-সভাপতি কুতুবউদ্দিন শাহীন ,সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমি, সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন, মনির হোসেন, মোঃ আবুসাঈদ,তাসনিম আলম টুটুল, ,সহ সাধারণ সম্পাদক মোঃরবিন আহম্মেদ,  সহ সম্পাদক আফরোজা আহম্মেদ আখি, ক্রীড়া সম্পাদক আব্দুল হেকিম খন্দকার  টিটু, গ্রন্থাগার  সম্পাদক আকলিমা হামিদ অনু,, প্রতিষ্ঠাতা  সদস্য এবি এম আসাদুজ্জামান সুমন, বদরুল ইসলাম বাদল, মোঃ ফখরুল হোসেন, মোঃ স্বপন চৌধুরী, রেসাল উদ্দিন আহম্মেদ ক্যাপ্টেন, মির্জা আনিসুর রহমান কানন, শাহজাহান চৌধুরী,  সদস্য মশিউর রহমান বিপ্লব, ফাইজুর রহমান লিটন, তানবির আহম্মেদ রাজিব, ফাহাদ হোসেন রাব্বি, মোঃ মামুন মিয়া, জুয়েল হোসেন প্রমুখ।

সম্পর্কিত বিষয়: