
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সন্ধ্যায় নগরীর চাষাড়ার আল জয়নাল ফেব্রিকস মার্কেটে সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগ্রামী সদস্য সচিব মনোয়ার হোসেন শোখন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন আমি একজন শ্রমিক, এই পরিচয়ে আমি গর্ববোধ করি।
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি একজন শ্রমিকের স্ত্রী সে পরিচয়ে আমি গর্ববোধ করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি একজন শ্রমিকের ছেলে পরিচয়ে গর্ববোধ করি।
এদেশের প্রশাসনের সর্ব্বোচ পর্যায় থেকে নিম্নশ্রেণী পর্যন্ত আমরা সবাই শ্রমিক। আজকে শ্রমিকের মুল্যায়ন করতে হবে। শ্রমিকদের সাথে বৈষম্য হয়েছিল বলেই, জুলাই বিপ্লব হয়েছে। আমরা চাই না, এদেশে আরেকটি বিপ্লব তৈরী হোক। শ্রমিকদের ন্যায অধিকার পূরণ করতেই হবে।
মনোয়ার হোসেন শোখন আরও বলেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক (সর্বোচ্চ) আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দিবসটির প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে রইলো গভীর শ্রদ্ধা। দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতিতে বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। মালিক-শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী।
এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়। সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন এবং নিজেদের অধিকার আদায়ে সফল হয়। শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করে তাদের পাওনা আমাদের নিশ্চিত করতে হবে। সেইসাথে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ সকল হয়রানিমূলক নির্যাতন বন্ধ করে শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান দেখাতে হবে।
এরআগে, মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্দোলনে যে শ্রমিকেরা আত্মাহুতি দিয়েছিলেন তাদের সেই আত্মার মাগফেরাত ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগ্রামী সদস্য সচিব মনোয়ার হোসেন শোখন'র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য শহিদুল ইসলাম রিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিয়াজ মাতব্বর, জালাল আহমেদ, আল আমিন হাওলাদার, এইচএ রাজন, মহানগরের সাবেক সহ-সভাপতি ভিক্টর মৃধা, সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব পান্ডব আলী, জেলা কমিটির সদস্য আবুল হোসেন, সাইদুর রহমান শাহীন, কালাম খান, মোঃ নূর আলম ও মোঃ উজ্জ্বল সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।